শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪ ঘটিকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন), প্রাধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক ফারুক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, ভেদরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান ভুট্টা মজুমদার, ভেদরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য আসলাম মাঝি, ভেদরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য বি এম মোস্তাফিজ, ভেদরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ী,
ভেদরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান হিরু, ভেদরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য দুলাল সরদার, ভেদরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান স্বপন। ভেদরগঞ্জ উপজেলা যুবদল সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, ভেদরগঞ্জ উপজেলা যুবদল যুগ্ম সম্পাদক
রাসেল মৃধা,
ভেদরগঞ্জ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মিজান তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরদার, ভেদরগঞ্জ উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা যুবদল দপ্তর সম্পাদক জাবেদ আকরাম, ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সেলিম হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক কামাল রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদল আহ্বায়ক ইমরান খান, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সচিব আব্দুল রহিম শেখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরে যুবদল সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। আর আপোষহীন নেতৃত্বে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এছাড়াও তারা বলেন, ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমেই ভেদরগঞ্জ উপজেলাকে এগিয়ে নেওয়া সম্ভব।





