শরীয়তপুর প্রতিনিধি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গনভোট প্রদান করে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী ফেব্রুয়ারীতে জতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ে তৃতীয় দফা যুগপৎ আন্দোলনের কর্মসূচী ঘোষনার অংশ হিসেবে শরীয়তপুরে ঘন্টাব্যপি মানব বন্ধন কর্মসূচী পালন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৫/১০/২৫ইং) বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত শরীয়তপুর ১ আসনের প্রার্থী মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, শরীয়তপুর ২ আসনের প্রার্থী মুফতি ইমরান হোসেন, ইসলাম আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি এস এম আহসান হাবীব, সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি মোঃ ফিরোজ আলম ঢালী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি তারেক জামিল, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি শাহীন আলম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, পিয়ার পদ্ধতির নির্বাচনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশে কোন ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকার তৈরী হবে না। যে কারনে দেশের ৩১ টি রাজনৈতিক দলের মধ্য ২৬টি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচনে সিদ্ধান্ত নিতে কেন সরকার এতো গড়িমসি করছেন। যে ইশারায় বর্তমান সরকার পিয়ার মেনে নিচ্ছে না তাদের কে প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামীলীগের মতই প্রতিহত করা হবে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মানববন্ধন শেষে করে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর কাছে দলীয় নেতারা।






