শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪ ঘটিকায় ভেদরগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ রহিম শেখ এর সঞ্চালনায় ও ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদল আহ্বায়ক ইমরান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রদল আহ্বায়ক এইচ এম জাকির ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রদল সদস্য সচিব সোহেল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক আসলাম মাহমুদ, রাসেল মোল্যা, মোঃ আফজাল খান, মোঃ বাবু মাদবর, মোঃ আতিকুর রহমান, পান্থ তালুকদার, ইসাহাক সরদার, মোঃ অলড্রিন তন্ময়, সাইফুল আহমেদ, জুনায়েদ ঢালী, স্বপন বেপারী, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম শাওন, সিয়াম আহমেদ, ইভান খান, আব্দুর রাজ্জাক, মামুন খান।
সদস্য সচিব সালাউদ্দিন দেওয়ান এম এ রেজা কলেজ ছাত্রদল। মিলন আহমেদ অভি, মোঃ নাহিদ বেপারী ছাত্রদল নেতা সহ ভেদরগঞ্জ পৌরসভা ও কলেজ শাখা এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তারা আলোচনা করেন।






