নড়িয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এনটিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরকে সংবর্ধনা জানানো হয়েছে। তার সাম্প্রতিক পদপ্রাপ্তি ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। গত সোমবার (২৬ মে) রাত আটটায় নড়িয়া উপজেলা প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এস এম মুজিবুর রহমান।
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি খালেক হোসেন ইমন তার বক্তব্যে বলেন আব্দুল আজিজ শিশিরের রাজনৈতিক ও সাংবাদিকতামূলক সাফল্যকে জাতীয় পর্যায়ে অবদান হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও তিনি প্রেসক্লাবের উদ্যোগকে সামাজিক সম্প্রীতি ও পেশাদারিত্বের নজির হিসেবে প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ছৈয়াল। তিনি শিশিরের অর্জনকে প্রেসক্লাবের গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, তার সাফল্য স্থানীয় তরুণ সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। এ সময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক নূরে আলম জিকু, ক্রিয়া সম্পাদক সোহাগ খাকিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত ব্যক্তি আব্দুল আজিজ শিশির তার বক্তব্যে প্রেসক্লাব, রাজনৈতিক সহকর্মী ও সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শরীয়তপুরের গণমাধ্যম ও রাজনীতির উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য বোরহান উদ্দিন রাব্বানী, ফজলুল হাসান, সাংবাদিক আলমগীর হোসেন আলম, নাসির আহমেদ আলী আমাদের সময়ের জেলা প্রতিনিধি রোমান আকন্দ প্রমুখ। শেষে শিশিরের হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই সংবর্ধনা স্থানীয় সাংবাদিকতা ও রাজনীতির মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।
সোহাগ নড়িয়া শরীয়তপুর প্রতিনিধি






