
রাজশাহী জেলার কুমারপাড়া এলাকায় রমযান মাস উপলক্ষে টি, সি,বি, পণ্য দেয়া হচ্ছে।
কিন্তু এখানে নিয়মের কোন লেস নেই যারা আগে এসে লাইনে দাড়িয়ে ছিল তারা পেছনে আছে, আর যারা লাইন ছারা পরে এসে ভিরের ভিতর ঢুকে জোর করতে পারছে তারাই পণ্য নিতে পারছে।
সাধারন মানুষের আবদার পুলিশ মোতায়ন করলে সবাই নিয়ম মেনে পণ্য নিতে পারবে।
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি