
গতকাল ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF), রংপুর-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্থান: ক্যাফে ৬৬, চেকপোস্ট, রংপুর
প্রধান অতিথি:
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের – বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য
বিশেষ অতিথি:
অধ্যাপক ডা. মাহমুদ হোসেন – বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)-এর সেক্রেটারি জেনারেল, এবং শরীয়তপুর-২ আসনের এমপি প্রার্থী
মাওলানা এ. এম. আজম খান – সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
ডা. মোহাম্মদ হোসেন – সহ-সেক্রেটারি জেনারেল, ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)
সভাপতি:
ডা. মোঃ আতিকুজ্জামান – সভাপতি, মেডিকেল ডক্টরস ফোরাম (NDF)
এই মহতী আয়োজনের মাধ্যমে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, দায়িত্বশীলতা ও সামাজিক কল্যাণের আহ্বান জানানো হয়।