
শরীয়তপুর জাজিরা থানাধীন নাওডোবা ইউনিয়নের চোকদার কান্দি এলাকায়, ব্রুনাই প্রবাসী সাখাওয়াত হোসেন চোকদারের বাড়িতে ঈদের আগের দিন রাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়িতে কেউ না থাকায় অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ জানতে পারেনি। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হয়, স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিসের প্রায় তিন চার ঘণ্টার প্রচেষ্টায় রাত একটার নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও বাড়ির কিছুই অবশিষ্ট নেই, সকল কিছু পুরপরি ভস্মিভূত হয়ে গেছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত প্রবাসী সাখাওয়াত হোসেন চোকদার বলেন, আমি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলাম। আমি সরকারের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।