
আজ নরসিংদীর রায়পুরা উপজেলার শহিদ ডা. সজীব সরকারের বাড়িতে যান ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)-এর মহাসচিব ও শরীয়তপুর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
সঙ্গে ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)-এর প্রতিনিধি দল।

গত ১৮ জুলাই ঢাকার উত্তরা আজমপুরে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহিদ হন তরুণ চিকিৎসক ডা. সজীব সরকার।
অধ্যাপক ডা. বকাউল তাঁর কবর জিয়ারত করেন এবং ঈদ-পরবর্তী সময়ে পরিবারকে খোঁজখবর নেন।
তিনি গভীর সহমর্মিতার সঙ্গে উল্লেখ করেন, শহিদ ডা. সজীবের মা দুরারোগ্য বেধিতে আক্রান্ত এবং পরিবারের উপার্জনক্ষম সন্তান হারানোর যন্ত্রণা তাঁদের জীবনকে আরও বিষাদময় করে তুলেছে।
এই প্রেক্ষাপটে তিনি সরকারকে শহিদের পরিবারের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান এবং দ্রুত বিচার প্রক্রিয়ার দাবি জানান।
তিনি বলেন—
“শহিদ ডা. সজীব ছিলেন সাহসী, তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর পরিবারের পাশে আছি, এবং রাষ্ট্রকেও এ দায়িত্ব নিতে হবে।”