
পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়িয়া বন্ধুমহল, এসএসসি ২০০৩ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২১ মার্চ ) সন্ধ্যায় শরীয়তপুর নড়িয়ার বৈশাখী পাড়া এলাকায় আতাউর রহমান কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া, অংশ গ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার আহ্বান জানানো হয়।
ইফতার মাহফিলে সবাইকে স্বাগত জানান আয়োজক কমিটির সদস্যরা। নড়িয়া বন্ধুমহল, এসএসসি ২০০৩ ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এমন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাবেন।
রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধি :