
শরীয়তপুর নড়িয়া ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বপন মাঝি, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ খালেক পেদা, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যা, নির্যাতন ও বর্বরতার নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা এই দিনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ২৫ শে মার্চ ছিল বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়, যেখানে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্য ধারণ করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর বর্বরতা আমাদের জাতীয় ইতিহাসে একটি গভীর ক্ষত সৃষ্টি করেছে। আমরা আমাদের নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
সভার শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গণহত্যার শিকার নিরীহ মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে নড়িয়া উপজেলাবাসী জাতির এর শোক ও গৌরবের স্মৃতিকে সম্মান জানিয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সোহাগ
নড়িয়া শরীয়তপুর