
নড়িয়া-সখিপুর (শরীয়তপুর-২) সহ দেশজুড়ে সকল এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রতি রইল আমার অন্তরের গভীর থেকে দোয়া ও শুভকামনা।
তোমাদের পরিশ্রম সফল হোক, স্বপ্ন বাস্তব হোক – এই কামনা করি।
তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, দেশের শক্তি ও নেতৃত্বের মূল ভিত্তি। সৎ পথে থেকে সাহসের সাথে এগিয়ে চলো— আমরা আছি তোমাদের পাশে।
– অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল
এমপি পদপ্রার্থী
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)
সেক্রেটারি জেনারেল – ন্যাশনাল ডাক্টরস ফোরাম (এনডিএফ)
আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে গড়ে তুলি একটি শিক্ষিত, শান্তিপূর্ণ ও উন্নত আগামীর শরীয়তপুর।