
ঈদ-পরবর্তী মিলনমেলায় অংশ নিতে চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে আগমন করেন শরীয়তপুর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সমাজসেবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের সার্বিক সহযোগিতায়।
ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলায় তিনি বলেন:
“আমি চরের মানুষ, চরের মাটিতেই আমার শিকড়। আমি ফিরে এসেছি আমার নিজের মানুষের কাছে, যাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে শিখিয়েছে, সংঘাত নয়, সহমর্মিতা চাই। দল-মতের ঊর্ধ্বে উঠে এই সমাজকে মানবিক করে গড়তে চাই।”
” বছরের পর বছর আমাদের সন্তানরা বিদেশে পাড়ি দিয়েছে, পুরুষ-মহিলা শ্রমিকেরা কষ্ট করে টাকা পাঠিয়েছে। বিদেশ থেকে নেওয়া ঋণ, প্রবাসী রেমিট্যান্স—সবকিছুর উদ্দেশ্য ছিল এলাকার উন্নয়ন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই অর্থ চলে গেছে বিদেশে মানি লন্ডারিং হয়ে। হাজার কোটি টাকা বিদেশে গেছে, ব্যাংক ফাঁকা, অর্থনীতি ধ্বংস, অথচ বিদেশে তৈরি হয়েছে ‘বেগম পাড়া’। এই চরম বৈষম্য আর চলতে পারে না।”
তিনি আরও বলেন:
“আমাদের লক্ষ্য—একটি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে প্রশ্নফাঁস থাকবে না, দুর্নীতি থাকবে না। সবাই ন্যায়বিচার পাবে। আমরা চাই ভালোবাসার সমাজ, যেখানে হিংসা-বিদ্বেষ নয়—সম্প্রীতি হবে আমাদের শক্তি।”
“সংঘাত কোনো জাতির জন্য মঙ্গল আনতে পারে না। আমি মানুষকে বলি—সংঘাতে যাবেন না, ভালোবাসুন, সহযোগিতা করুন। আমরা চাই সহনশীলতার রাজনীতি।”
এ সময় তিনি কবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতার চরণ উদ্ধৃত করে বলেন:
“আমার এ ঘর ভাঙিয়াছে যেবা,
আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই
যে মোরে করেছে পর।”
এই আয়োজন শুধু একটি মিলনমেলা নয়, ছিল একটি নতুন প্রত্যয়ের আহ্বান—শুদ্ধতার, উন্নয়নের, সম্প্রীতির। অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউলের নেতৃত্বে একটি নতুন আশার আলো জ্বলে উঠছে চরাঞ্চলের মানুষের হৃদয়ে।
একটি ন্যায়ভিত্তিক সমাজ, সুস্থ রাজনীতি ও উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তিনি মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।