ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজ মহাষষ্ঠী। ১৩ অক্টোবর বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। চামটা ইউনিয়ন তেলীপাড়া অনুষ্টিত হইতেছে দূর্গা পূজা l চামটা উনিয়নের জাতীয়তাবাদী দল বিনপি সাধারণ সম্পাদক আকতার হোসাইন ব্যাপারী এর নেতৃত্বে এবং যুবদল নেতা শাহীন রাড়ি ও আমিনুল মোকদম নেতৃত্বে সহযোগী সংগঠন এর উপস্তিতে পূজা মন্ডপের সহজুগিতার হাত বাড়িয়ে দেন l
বাংলাদেশের কৃষক নূর মোহাম্মদ মালয়েশিয়ায় বিজ্ঞানীদের একটি সম্মেলনে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশের কৃষক নূর মোহাম্মদ মালয়েশিয়ায় বিজ্ঞানীদের একটি সম্মেলনে অংশগ্রহণ করছেন। তার উদ্ভাবিত “নূর ধান-২” ধান জাতটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। এটি বাংলাদেশের ধান গবেষণা এবং কৃষি উন্নয়নে একটি নতুন…
আরও পড়ুন