সিলেটের কানাইঘাটে নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি ছয় বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটি না পেয়ে চরম উৎকণ্ঠায় আছে তার পরিবার।
নিখোঁজ মুনতাহা আক্তার জেরিন সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদরাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরেন বাবা। পরবর্তীতে মেয়েটি প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সাথে খেলা করতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খোঁজাখুঁজির পর কোথাও কোনো সন্ধান পাননি তারা। একপর্যায়ে পরদিন পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ফুটফুটে শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বারবার মূর্ছা যাচ্ছেন মা ও বাবা। মুনতাহাকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।
এদিকে শিশু মুনতাহার সন্ধানে কাজ করছে র্যাব ও পুলিশ। কোনো ক্লু না থাকায় কিংবা কেউ মুক্তিপণ দাবি না করায় অনেকটা অন্ধকারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ব্যাপারে শুক্রবার বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘কানাইঘাটের শিশু মুনতাহার সন্ধানে র্যাবের গোয়েন্দা জাল সর্বত্র ছড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ক্লু লেস থাকায় একটু বেগ পেতে হচ্ছে। তবে র্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।’
এ বিষয়ে পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা একই দিন সকালে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘যেদিন মুনতাহা নিখোঁজ হয় সেদিন ওয়াজ মাহফিল ছিল। এমন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। সে বিষয়টি মাথায় রেখেও পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে যাচ্ছে। একইসাথে যখনই কোনো জায়গায় থেকে ন্যূনতম আভাস পেয়েছে পুলিশ ছুটে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে শিশুটির বাড়ি ও তাদের আশপাশের পুকুরে পরীক্ষা করেছি।’
তিনি বলেন, পরিবার বলছে, তাদের তেমন কোনো শত্রু নেই। কেউ মুক্তিপণও দাবি করছে না। আশপাশের কোনো জায়গায় সিসি ক্যামেরাও নেই। যার কারণে বিষয়টি পুরোপুরি ক্লু লেস হওয়ায় অভিযান চালাতে গিয়ে আমাদেরকে খুবই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। এরপরও আমরা হাল ছাড়িনি। শিশু মুনতাহার সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ফুটফুটে শিশু মুনতাহা নিখোঁজের ঘটনায় সিলেটে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু মুনতাহার সন্ধান চেয়ে একের পর এক পোষ্ট চলছে। পরিবার ছাড়াও বিভিন্ন জনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনতাহার সন্ধান প্রদানকারীকে লক্ষাধিক পুরস্কারও ঘোষণা দেয়া হচ্ছে। কিন্তু কিছুতেই কোনো ক্লু মিলছে না শিশু মুনতাহার। তার পথ চেয়ে শুধু পরিবার নয়, পুরো সিলেট।
সূত্র : নয়াদিগন্ত