দীর্ঘদিনের মতবিরোধ ভুলে এক মঞ্চে একত্রিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন। বরিশালে একটি সমাবেশে অংশ নিতে এসে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, “বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর পার করে ৫৪ বছরে পদার্পণ করেছে। কিন্তু জনগণের আশা-আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। আমরা আল্লাহর নির্দেশিত পথে থেকে দেশের কল্যাণে কাজ করে যেতে চাই। আল্লাহ যেন আমাদের এই কাজে তৌফিক দান করেন। দেশের উন্নতির জন্য আমরা সবাই মিলে দোয়া করি।”
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আজকের এই মঞ্চে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একত্রিত হয়েছি। দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৯০% মুসলিম। তবে অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দেশের নাগরিক। আমাদের লক্ষ্য সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে এখনও জনগণ তাদের প্রকৃত অধিকার পায়নি। দুর্নীতি ও দুঃশাসন এর প্রধান কারণ। যেখানে আল্লাহর বিধান কার্যকর হবে না, সেখানে দুর্নীতি ও দুঃশাসন থাকবে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর পথে চলা। যারা আল্লাহভীরু, তাদের শাসনেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”
ডা. শফিকুর রহমান এসময় আশ্বাস দেন, “যদি কেউ প্রশ্ন করে, অমুসলিমদের কী হবে, তবে বলব, মদিনার আদলে বাংলাদেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। তবে যারা রাষ্ট্রের সঙ্গে বেইমানি করবে, তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে ইসলামে।”
এই ঐক্যের বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উৎস: ডেইলীজাষ্টনাউ