দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
বুধবার (৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের অনুসন্ধান দল বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে এবং আমাদের কাছে পর্যাপ্ত তথ্য এসেছে। বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দের বিষয়টি আমরা শিগগিরই আপনাদের সামনে তুলে ধরব।”
তবে, মামলার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, “এ বিষয়ে এখনই মন্তব্য করা উচিত হবে না। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করার পর আমরা আপনাদের বিস্তারিত তথ্য দেব। তবে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি, তাতে স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।”
এর আগে, ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। তাদের মধ্যে ছিলেন, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।
দুদক জানায়, সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে রাজনৈতিক বিবেচনায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নেয়া হয়েছে। এই তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে, কমিশন বিষয়টি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়।
উৎস: ডেইলীজাষ্টনাউ