নাটোরের সিংড়া উপজেলা বিএনপির জনসভায় মঞ্চে দেখা গেছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ও দীপ মেডিকেলের মালিক ডা. ফারজানা রহমান দৃষ্টিকে। তিনি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি এবং পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
বিএনপির একাধিক নেতাকর্মী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ডা. ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করেছেন এবং পলকের প্রভাবের কারণে জয় বাংলা অ্যাওয়ার্ডও পেয়েছেন। এমন একজনের উপস্থিতি বিএনপির জনসভার মঞ্চে দলের কর্মীদের ক্ষুব্ধ করেছে।
নেতাকর্মীদের দাবি, গত ১৫ বছর ধরে দলের সাধারণ কর্মীরা নির্যাতনের শিকার হলেও সুবিধাবাদী ব্যক্তিরা সবসময় সুযোগ পেয়েছেন। ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুর সম্পর্কের কারণে ডা. ফারজানাকে বিএনপির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে তাদের অভিযোগ।
শুক্রবার বিকেলে সিংড়া উপজেলা বিএনপির এই জনসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ বিষয়ে ডা. ফারজানা রহমান দৃষ্টি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। চিকিৎসক হিসেবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণেই তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সময় সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে সেদিন ক্লিনিক থেকে চেম্বারে যাওয়ার পথে পরিচিত কয়েকজনের ডাকে তিনি মঞ্চে কিছু সময় অবস্থান করেন।
অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এ বিষয়ে বলেন, কে তাকে মঞ্চে ডেকেছে, তা তিনি জানেন না।
উৎস: ডেইলী জাষ্ট নাউ