আলোকিত চামটা ইউনিয়ন গড়তে আমরা আছি আপনাদের পাশে- এই স্লোগানকে সামনে রেখে শরিয়তপুর নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের আলোকিত চামটা ফাউন্ডেশন এর অফিস ও পাঠাগার উদ্বোধন করেন।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধায় চামটা ইউনিয়ন এর পুরান দিনারা হাটে আলোকিত চামটা ফাউন্ডেশন এর নতুন অফিস কক্ষে এ উদ্বোধনী অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চামটা ইউনিয়নকে আলোকিত চামটায় রুপান্তরিত করার লক্ষে সংগঠনটি যাত্রা শুরু করে।
তালহা জুবায়েরের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মাস্টার নাসির উদ্দীন। সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সুন্দর ভাবে সকলের মাঝে তুলে ধরেন।
তিনি বলেন আমাদের লক্ষ্য সমাজের সর্বস্তরের সকল প্রকার বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে, সামাজিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা
এ ছাড়া ও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম ছৈয়াল , ইবনে সিনা ট্রাস্ট এর কর্মকর্তা মোশাররফ হোসেন, চামটা ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী ।
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান, সাবেক সামরিক কর্মকর্তা সালাম ছৈয়াল, ডামুড্ডা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক কাহেদ নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,কালের কন্ঠের সাংবাদিক মাহবুব আলম, দেশ চিত্রের সাংবাদিক ইঞ্জিনিয়ার মাহবুব, চামটা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাব্বি ছৈয়াল শরিয়তপুর প্রতিনিধি