যাত্রাবাড়ী পূর্ব থানার নিউটাউন উত্তর আয়োজিত সহযোগী সমাবেশ সুন্দরভাবে সমাপ্ত হলো l
সম্মানিত থানা আমির শাজাহান খান থানা সেক্রেটারি বাইজিদ হাসান থানা অফিস সম্পাদক আবু সালেহ ডীন মোহাম্মদ মেহমান হিসেবে প্রোগ্রামকে ধন্য করেছেন।
মুহিবুল্লাহ রিয়াজ এর সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতিত্ব করেন মুহাম্মদ মোশাররফ হোসেন সাবেক নারায়নগন্জ জেলা সেক্রেটারী ও মুন্সিগন্জ জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাএশিবির ।
বক্তারা বলেন এই প্রোগ্রামের মাধ্যমে তারা যেন দ্বীনের কাজ যথাযথভাবে পালন করতে পারেন ।
মোহাম্মদ মোহসীন ঢাকা প্রতিনিধি