এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম অন্তর্বর্তী সরকারের কাছে তার সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধের সমাধানের জন্য ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে তিনি আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুল আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টার কাছে একটি ‘বিরোধ নিষ্পত্তির নোটিশ’ পাঠিয়েছেন। নোটিশে ছয় মাস সময় বেঁধে দিয়ে তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ ও বিনিয়োগ বাধাগ্রস্ত করছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ক্ষতি পোষাতে সাইফুল আলম ইতোমধ্যে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করেছেন। তবে তিনি এই পদক্ষেপ বাংলাদেশি নাগরিক হিসেবে নয়, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে নিচ্ছেন। নোটিশে ২০০৪ সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে হওয়া দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, এস আলমের পরিবার ২০১১ সাল থেকে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং ২০২০ সালে তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তারা সিঙ্গাপুরের নাগরিকত্ব লাভ করেন।
ফিন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে, মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের সরকার ও সরকারি সংস্থার কর্মকাণ্ড এবং অবহেলার কারণে এস আলম গ্রুপের বিনিয়োগ ও সম্পদের মূল্য আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিনিয়োগ চুক্তির অধিকার ও বাংলাদেশের আইন লঙ্ঘন করছে। এ কারণে সরকারের সঙ্গে সাইফুল আলমের বিরোধের সৃষ্টি হয়েছে।
নোটিশে স্পষ্ট করা হয়েছে, ছয় মাসের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা না হলে আন্তর্জাতিক সালিসিতে যাওয়ার পথে হাঁটবেন সাইফুল আলম।
ডেইলী জাস্ট নাউ