মাহফুজ আলম একদম স্পষ্ট করে বলেছিলেন, আগামী নির্বাচনে যাতে আওয়ামীলীগ অংশ নিতে না পারে, এই জন্য সরকার সম্ভাব্য সবকিছুই করবে!
নাহিদ ইসলাম বলেছিলেন, মুজিবকে আমরা জাতির পিতা মানি না!
আসিফ বলেছিলেন, মুজিববাদ মানেই ফ্যাসিবাদ!
ড. ইউনুস বলেছিলেন, আওয়ামীলীগ আর ফ্যাসিবাদের কোন জায়গা বাংলাদেশে নাই!
আর গতকাল বিএনপি সংস্কার কমিশনে গিয়ে বলে আসছে, আওয়ামীলীগ সহ সব দলকেই তারা ইলেকশনে চায়!!
ডক্টর ইউনূসও বলে দিয়েছেন, বিএনপি যেহেতু চাইতেসে, সো আওয়ামীলীগ সহ-ই ইলেকশন হবে।
আর আজ আওয়ামীলীগ নেতা কামরুল কোর্টে হুমকি দিয়ে বলেছে, এই দিন দিন না, আরও দিন আছে।
বিএনপি ১৯৭৯ সালেও আওয়ামীলীগ পূনর্বাসন করেছিলো। যার ফলাফল জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। আর বাংলাদেশের মানুষকে হারাতে হয়েছিলো স্বাধীনতা। সেনাবাহিনীকে হারাতে হয়েছিলো ৫৭ জন সেনা অফিসার। আবারও বিএনপি আওয়ামীলীগের পূনর্বাসন চাইলো।
ঐ দিনই কামরুল হুমকি দিলেন, এই দিন দিন না। আরো দিন আছে….
জানি না, এবারের আওয়ামীলীগ পূনর্বাসন আমাদের আরো কোনদিন দেখাবে ভবিষ্যতে।
শুধু ইতিহাসে লেখা থাকবে, দুই দুইবার বাংলাদেশ সুযোগ পেয়েছিলো আওয়ামীলীগ নামের এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার।
ইতিহাস যেমন আওয়ামীলীগের নৃশংসতা মনে রাখবে, তেমনি আওয়ামীলীগের এতো নৃশংসতার পরেও কারা আওয়ামীলীগকে বারবার নৃশংস হওয়ার সুযোগ করেদ দিয়েছিলো, সেটাও ইতিহাস মনে রাখবে নিশ্চয়ই!!